দেশে এই মুহূর্তে হোস্টিং সার্ভিসের অভাব নাই। বিশেষ করে রিসেলার ডোমেইন-হোস্টিং কিনে প্রচুর তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে সম্প্রতি। তাদের মধ্যে অনেকে আবার ভাল সার্ভিসও দিচ্ছেন। যেহেতু আমি ছোট-খাট প্রতিষ্ঠানগুলোর সাথে তেমন পরিচিত নই, তাই শুধু প্রতিষ্ঠিত কিছু হোস্টিং কোম্পানির কথা বলব। আর আপনাদের মধ্যে বেশির ভাগই হয়ত নতুন, তাই একটু বাজেট সার্ভিসগুলোর দিকে নজর দিব আমি। এর চেয়েও কমে কিনতে চাইলে পাবেন, হয়ত ভালও পাবেন, কিন্তু ব্যক্তিপর্যায়ের কোন ব্যবসা থেকে কিনতে হবে।

আমি আমার অল্প অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি এই মুহুর্তে দেশে যেসকল প্রতিষ্ঠান সার্ভিস দিচ্ছে, তারা মানের দিক দিয়ে বিদেশি কোম্পানিগুলোর থেকে পিছিয়ে নাই। বরং বাংলাদেশে কোম্পানি চালাতে তুলনামূলক কম খরচ হয়, তাই একটু কমেই পাবেন।

দেশে কিছু বিদেশমুখী সার্ভিসও আছে। তাদের নাম এখানে উল্লেখ করছি না। সাধারণত বাইরের দেশের গ্রাহকদের কথা চিন্তা করে সার্ভিসগুলো ঠিক করা।

আপনি যদি নতুন হন, তাহলে আগে হোস্টিং কোম্পানিটির কাস্টমার সার্ভিস সম্পর্কে জেনে নিন। কারণ ঝামেলায় আপনি পড়বেনই।

বাংলাদেশের সেরা ৫টি ডোমেইন ও হোস্টিং কোম্পানিঃ 

XeonBD :

প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সিপ্যানেল (cPanel) সার্টিফায়েড। প্রফেশনাল সার্ভিসদাতাদের মধ্যে XeonBD কে এগিয়ে রাখব এতে কোন সন্দেহ নাই। দেশের বড় বড় কর্পোরেট হাউজ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ – এরকম রুই-কাতলা আছে ওদের গ্রাহকের তালিকায়। দেশের বাইরেও সুনাম ছড়িয়েছে প্রতিষ্ঠানটি। উদাহরণঃ American Express. আমি ব্যক্তিগতভাবে XeonBD এর ব্যবহারকারী বলে বলছি না। তবে XeonBD ছাড়াও দেশে আরও অনেক ভাল প্রতিষ্ঠান আছে। আরও জানতে পড়তে থাকুন।

জানিয়ে রাখি, XeonBD তে বাজেট হোস্টিং প্যাকেজের ২টি ধরণ আছে। cPanel ও DirectAdmin. সম্প্রতি cPanel এর ফি বেড়ে যাওয়ায় cPanel সহ হোস্টিং প্যাকেজ নিতে গেলে গুণতে হবে বাড়তি টাকা। অন্যথায় DirectAdmin Panel তো আছেই। যারা একদম কমে একটা ভাল হোস্টিং প্যাকেজ চাচ্ছেন, তারা DirectAdmin থেকে বেসিক কোন প্যাকেজ নিতে পারেন। এগুলো ছাড়াও Managed WordPress, Unlimited Shared Hosting, VPS ইত্যাদির মত নিয়মিত সার্ভিসগুলো পাবেন এখানে। দামের দিক দিয়ে XeonBD কে মাঝামাঝি রাখব আমি। তাদের Linux ভিত্তিক এবং Windows ভিত্তিক সার্ভার আছে।

রিভিউঃ আমি XeonBD এর সার্ভিস ব্যবহার করে এখন পর্যন্ত সন্তুষ্ট। এছাড়াও দেশের অনেক বড় প্রতিষ্ঠান XeonBD এর গ্রাহক।

কাস্টমার সার্ভিসঃ সাধারণত কোন সমস্যা হলে ওদেরকে মেইল করা হয়। মেইলের উত্তরে সবসময় সমাধান পেয়েছি। কল করেও পেয়েছি। প্রফেশনাল। সাইটে একটা চ্যাট অপশন আছে। কখনও চেষ্টা করি নাই।

সার্ভার লোকেশনঃ XeonBD এর সার্ভার বাংলাদেশ, ইউএসএ এবং ইউরোপে আছে। আমি এই সাইট বাংলাদেশি সার্ভারে রেখেছি। আপনারা চেষ্টা করবেন যে দেশে আপনার সাইটের পাঠক বেশি, সেই দেশে হোস্ট করার। অন্যান্য হোস্টিং কোম্পানিগুলোরও বাংলাদেশে ডাটা সেন্টার রাখা উচিত।

ডোমেইন সংখ্যাঃ সিপ্যানেল সহ সবচেয়ে ছোট প্যাকেজটি নিলে মোট ১১ টা ওয়েবসাইট এড-অন হিসেবে রাখতে পারবেন। এটি হোস্টিং এর বাজারে একটি বিরল ব্যাপার। আর DirectAdmin সহ নিলে মাত্র ১ টা বাড়তি সাইট রাখতে পারবেন। তবে সিপ্যানেলের ফি বেড়ে যাওয়ায় এর দাম বেশি পড়বে।

SSL Certificate: ফ্রি।

স্পেসঃ সবচেয়ে ছোট প্যাকেজে ৩ জিবি স্পেস পাবেন। অনায়াসে কয়েকটি ছোট সাইট রাখতে পারবেন।

ইমেইলঃ ফ্রি ইমেইল একাউন্টের ব্যবস্থা আছে। ‘আনলিমিটেড” লিখা। তবে আনলিমিটেড বলে কিছু নাই। আপনি কয়েকটা ইমেইল একাউন্ট চালাতে পারবেন।

Alpha Net:

Alpha Net একটি নির্ভরযোগ্য ডোমেইন ও হোস্টিং  কোম্পানি । এই কোম্পানি প্রায় ২০ বছর  যাবৎ কাস্টমারদের ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং  সার্ভিস দিয়ে আসছে। এটি একটি আমেরিকা ভিত্তিক বাংলাদেশি ডোমেইন ও ওয়েব হোস্টিং কোম্পানি। গ্রাহকের ওয়েবসাইট সুরক্ষার জন্য রয়েছে AI নিয়ন্ত্রিত ভাইরাস  প্রোটেকশন ব্যবস্থা।  অটো ব্যাকআপ সিস্টেম  আপনাদের ডাটা ব্যাকআপ করবে ও প্রয়োজনে আগের অবস্থায় ফিরিয়ে দিবে। ওদের বেসিক লিন্যাক্স প্যাকেজ ছাড়াও কর্পোরেট হোস্টিং, ভিপিএস হোস্টিং ইত্যাদি আছে।

ওদের ব্যাসিক শেয়ারড হোস্টিং প্যাকেজগুলো বেশ সাশ্রয়ী। ১৫০০ টাকা থেকে শুরু ( সর্বশেষ দাম জানতে সাইট ভিজিট করুন)।

রিভিউঃ আলফা নেট হোস্টিং অঙনে পরিচিত মুখ। তাদের রিভিউগুলো ঘাটলেই দেখা যায়। গুটিকয়েক খারাপ রিভিউ সব জায়গায়ই থাকে । ঘুরে ফিরে ওদের রিভিউ খারাপ মনে হয় নি আমার।

কাস্টমার সার্ভিসঃ তাদের ওয়েবসাইটে লাইভ চ্যাটের সুযোগ আছে। আশা করি কাস্টমার সার্ভিস নিয়ে সমস্যা হবে না।

সার্ভার লোকেশনঃ দুঃখজনক হলেও সত্যি, শেষবার যখন খোঁজ নিয়েছিলাম তখন বাংলাদেশি কোন সেন্টার পাই নাই। এতে মর্মাহত হয়েছি। কারণ বাংলাদেশি পাঠকদের জন্য অবশ্যই বাংলাদেশি সেন্টারে ওয়েবসাইট হোস্ট করা ভাল। আপনি অবশ্য নিশ্চিন্তে ইউএসএ সার্ভার লোকেশন ব্যবহার করতে পারেন। কারণ পার্থক্যটা বেশ ছোট।

ডোমেইন সংখ্যাঃ মোট ৫ টা ওয়েবসাইট এড-অন হিসেবে রাখতে পারবেন। একদম ব্যাসিক প্যাকেজেও এই সুবিধা পাবেন।

SSL Certificate: ফ্রি।

স্পেসঃ ১৫০০ টাকার প্যাকেজেও ২ জিবি স্পেস পাবেন। চলবে।

ইমেইলঃ ফ্রি ইমেইল একাউন্টের ব্যবস্থা আছে। প্রথম প্যাকেজে ৫০টা।

Web Host BD: ওয়েব হোস্ট বিডি হোস্টিং জগতের বেশ পরিচিত মুখ। ২০১২ সালে প্রথম এই সার্ভিসটি প্রতিষ্ঠিত হয়। এখন এই প্রতিষ্ঠানের অনেক গ্রাহক আছে। সবমিলিয়ে ওদের সার্ভিস রিকমেন্ড করা যায়।

শেয়ারড হোস্টিং প্যাকেজগুলো অনেক কমে শুরু হলেও সুযোগ-সুবিধার দিকে দিয়ে শুরুর প্যাকেজগুলো বেশ সীমাবদ্ধ। আমি বলব যাদের একটি ওয়েবসাইট শুরু করা দরকার, তারা ওয়েব হোস্ট থেকে অনেক কমে প্যাকেজ নিতে পারেন। এর চেয়ে বেশি সাইট বা স্পেস প্রয়োজন হলে মোটামুটি একটা খরচ ধরতে হবে। ৪ টা সাইট এবং ৪ জিবি স্পেস নিতে যে খরচ হয়, তা খুব বেশি না হলেও বাজারের অন্যান্য হোস্টিং প্যাকেজের মত। শুধু দুইটা বা একটা সাইট বানাতে চাইলে অনেক কমে এখান থেকে হোস্টিং প্যাকেজ নিতে পারবেন। এখানেও ভিপিএস সহ অন্যান্য হোস্টিং প্যাকেজ রয়েছে।

রিভিউঃ ঘুরে ফিরে রিভিউ দেখে যা বুঝলাম, ওদের সন্তুষ্ট গ্রাহকের অভাব নাই। পাশাপাশি কিছু অসন্তুষ্ট গ্রাহক সব জায়গায় থাকে। তবে গ্রাহকের বাজে রিভিউয়ের বিপরীতে প্রতিষ্ঠানের উত্তরগুলো গ্রহণযোগ্য মনে হয়েছে।

কাস্টমার সার্ভিসঃ কাস্টমার সার্ভিস নিয়ে কিছু অভিযোগ ছিল। তবে কোম্পানি তা মনযোগের সাথে দেখেছে এবং পদক্ষেপ নিয়েছে জেনে ভাল লাগল। সাইটে গেলে এখন লাইভ চ্যাটের সুযোগ পাবেন।

সার্ভার লোকেশনঃ অনেক খুঁজেও তাদের সার্ভার লোকেশন কোথাও উল্লেখ দেখলাম না। যাই হোক, আমি ওদের সাইট কোথায় হোস্ট করা হয়েছে তা বের করেছি। আপনারাও চাইলে কোন সাইট কোথায় হোস্ট করা আছে তা Hosting Checker – Find out who is hosting any website থেকে বের করতে পারবেন। দেশের একটা বড় অংশ ইউএসএ -তে সার্ভার রাখে। আশা করি তারা ভবিষ্যতে বাংলাদেশে সার্ভার রাখবে।

ডোমেইন সংখ্যাঃ একদম বেসিক প্যাকেজে শুধু দুইটা সাইট হোস্ট করা যায়। অনেকের জন্য এটা সমস্যা হতে পারে। তবে সবচেয়ে ছোট প্যাকেজটার দামও কম।

SSL Certificate: ফ্রি।

স্পেসঃ প্যাকেজ যত বড়, স্পেসও তত বাড়তে থাকে। প্রথম প্যাকেজে ১ জিবি দিয়ে শুরু। যারা শুরু করছেন, তাদের এর চেয়ে বেশি লাগার কথা না।

ইমেইলঃ ফ্রি ইমেইল একাউন্টের ব্যবস্থা আছে। লেখা ‘আনলিমিটেড’।

EbnHost

EbnHost ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রশংসনীয়। সম্প্রতি ময়মনসিংহে একটি শাখা খুলেছে EbnHost। ঐ অঞ্চলের যারা আছেন, তারা প্রয়োজনে অফিসে গিয়ে সার্ভিস নিতে পারবেন। আমি তাদের ফেইসবুক পেজে গিয়ে দেখলাম যে তারা ইতিমধ্যে বাংলাদেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ডাটা সেন্টার বসিয়েছে। বাংলাদেশি ডাটা সেন্টারের প্রতি আমার বরাবরই দুর্বলতা। আশা করি EbnHost তাদের ফেইসবুক পেইজে আরও একটু মনযোগ দিবে। সেখানে মেসেজ দিয়ে আশানুরূপ সাড়া আমি পাই নাই।

একদম কমের মধ্যে যারা একটা মানসম্মত হোস্টিং প্যাকেজ খুঁজছেন, তাদের জন্য আমি এই কোম্পানির কথা বলব। কিন্তু প্রথম প্যাকেজে বাড়তি কোন ওয়েবসাইট হোস্ট করতে পারবেন না। শুধু একটি সাইটের জন্য ৮০০ টাকা (সর্বশেষ যা দেখলাম) বেশ ভাল অপশন। আর চাইলে .com ডোমেইন সহ কিনতে পারেন। দুইটা মিলে অনেক কম পড়বে দাম।

বাজেট দামে শেয়ারড হোস্টিং ছাড়াও ভিপিএস, রিসেলার, ডেডিকেটেড সার্ভার কিনতে পারবেন।

রিভিউঃ whtop.com -এ এদের রেটিং অনেক ভাল। এছাড়া ফেইসবুক বা গুগলে তেমন কোন রিভিউ পাই নাই।

কাস্টমার সার্ভিসঃ কাস্টমার সার্ভিস নিয়ে গ্রাহকদের মতামত সন্তোষজনক। তবে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। দ্রুত সার্ভিস পেতে তাদের ২৪ ঘন্টা কল সেন্টারে যোগাযোগ করতে হবে।

সার্ভার লোকেশনঃ তাদের সার্ভার লোকেশন জার্মানী, বাংলাদেশ এবং সিঙ্গাপুর। জার্মানী আর সিঙ্গাপুর দেখে অবাক হলাম। সাধারণত সব হোস্টিং কোম্পানির কমপক্ষে একটা ডাটা সেন্টার ইউএসএ -তে থাকে। নির্দিষ্ট কোন ডাটা সেন্টার পছন্দ করতে বাড়তি কোন টাকা দিতে হবে না আপনার।

ডোমেইন সংখ্যাঃ একদম বেসিক প্যাকেজে একটাই সাইট হোস্ট করা যায়। বেশি সাইট হোস্ট করতে হলে দাম বাড়াতে হবে। এই কোম্পানির প্যাকেজ অনেকগুলো।

SSL Certificate: ফ্রি।

স্পেসঃ প্রথম প্যাকেজ ১ জিবি দিয়ে শুরু। নতুন কোন ব্লগ সাইট খুলতে চাইলে এর চাইতে বেশি লাগবে না।

ইমেইলঃ ফ্রি ইমেইল একাউন্ট। লেখা ‘আনলিমিটেড’।

DianaHost:

উদীয়মান হোস্টিং কোম্পানির প্রসঙ্গ আসলে ডায়ানার কথা বলতেই হবে। অল্প সময়ে অনেক গ্রাহক সংগ্রহের পাশাপাশি গ্রাহক সেবায় সুনাম অর্জন করেছে কোম্পানিটি। দেশের ডোমেইন-হোস্টিং বাজারে এই রকম নতুন নতুন উদ্যোক্তা বাজারের জন্য শুভ।

নতুন উদ্যোক্তাদের জন্য বেশ ভাল কিছু প্যাকেজ আছে ডায়ানার। দাম কমের মধ্যে ঠিক আছে। তবে শুরুর প্যাকেজগুলো বেশ সীমাবদ্ধ। আপনি যদি ছোট একটা সাইট খোলার জন্য হোস্টিং খুঁজে থাকেন, তাহলে প্রথম প্যাকেজটাি নিতে পারেন। আরও সুযোগ-সুবিধার জন্য তুলনামূলক দামি অনেক প্যাকেজ আছে। তবে কোন সার্ভিস সম্পর্কে বাড়াবাড়ি কিছু লিখা নাই এবং সার্ভিস ভাল।

Shared প্যাকেজ ছাড়াও লিনাক্সভিত্তিক ভিপিএস, রিসেলার ও উইন্ডোজভিত্তিক হোস্টিং এর ব্যবস্থা আছে।

রিভিউঃ বেশ ভাল। সাধারণত কাস্টমার সার্ভিসের প্রশংসা দেখতে পাবেন।

কাস্টমার সার্ভিসঃ মোটামুটি সার্বক্ষণিক সাহায্য পাবেন।

সার্ভার লোকেশনঃ বাংলাদেশে তাদের BDIX সার্ভার আছে। দুঃখজনক হল, বাংলাদেশি সার্ভারের জন্য তাদের বাড়তি টাকা দিতে হয়। আর ওয়েবসাইটের কোথাও তাদের অন্যান্য সার্ভারের স্থান সম্পর্কের কিছু লিখা পেলাম না। আশা করি এই ব্যাপারে ভেবে দেখবে Diana Host.

ডোমেইন সংখ্যাঃ প্রথম প্যাকেজে একটাই সাইট রাখতে পারবেন। ৫ টার মত ডোমেইন রাখতে গেলে আপনাকে কয়েক ধাপ দামি প্যাকেজ কিনতে হবে। ডোমেইন এর সংখ্যার ব্যাপারে কেমন যেন কৃপণতা দেখতে পাচ্ছি।

SSL Certificate: ফ্রি।

স্পেসঃ ৫০০ এমবি দিয়ে শুরু। একটা ছোট-খাট সাইট অনায়াসে হয়ে যাবে। নতুনদের জন্য ঠিক আছে।

ইমেইলঃ এমনিতে ফ্রি। তবে ব্যবহারের ক্ষেত্রে প্যাকেজভেদে কিছু সীমাবদ্ধতা আছে।

সতর্কতাঃ

আমাদের দেশে অনেক ডোমেইন ও হোস্টিং কোম্পানি রয়েছে যারা কম দামে আপনাকে ডোমেইন ও হোস্টিং সার্ভিস দিবে। আপনার দরকার দ্রুত লোড হয় এমন একটি হোস্টিং। ওয়েবসাইটের গতি গুগল র‍্যাকিং এ খুবই গুরুত্বপূর্ণ। আপনি কত GB ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কোন দুর্বল কোম্পানি থেকে কম টাকার বিনিময়ে ডোমেইন ও হোস্টিং কিনবেন না। এতে আপনার ওয়েবসাইটি অনেক ঝুঁকির মুখে পড়তে পারে। তার চেয়ে বড় কথা, কাস্টমার সার্ভিস ভাল না পেলে পরে কপাল চাপড়াতে হতে পারে। সব সময় ভালো কোন কোম্পানি থেকে ডোমেইন ও হোস্টিং সেবা গ্রহন করা উচিত। বিদেশ মানেই ভাল নয়। আমাদের দেশে অনেক ভালো কোম্পানি আছে। সেগুলো থেকে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য  ডোমেইন ও হোস্টিং সেবা নিতে পারেন।