বাংলাদেশের বিভিন্ন ধরনের ভেকু মেশিন ব্যবহৃত হয়। এর মধ্যে বেশিরভাগ কোরিয়ান, জাপানীজ, হংকং, চায়না ও ভারতীয়। বিভিন্ন ধরনের ভেকুর মধ্যে সর্বাধিক ব্যবহৃত ভেক্যুর দাম ও মান সম্পর্কে নিচে আলোচনা করা হচ্ছে।
১। ক্যাটারপিলারঃ সব থেকে জনপ্রিয় ভেকু ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে যে কম্পানির ভেকু ব্যবহার হয় তা হল ক্যাটারপিলার। মার্কিন এই কোম্পানির ভেকু এর মুল্য ১ লক্ষ ডলার থেকে শুরু করে সাড়ে ৮ লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে। এই ভেকু কোম্পানি যে ধরনের ভেক্যু প্রস্তুত করে তা ২৬ হাজার পাউন্ড ওজন ও ৭৫ এইচপি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন থেকে শুরু করে ২ লক্ষ পাউন্ড ওজন ও ৫২৩ এইচপি ক্ষমতা সম্পন্ন।
২। কোবেলকোঃ কোবেলকো ভেকু জগতের অন্যতম ব্যবহৃত একটা ব্র্যান্ড। এটিও একটি মার্কিন ব্র্যান্ড। এর মূল্য মডেলভেদে ২২ হাজার মার্কিন ডলার থেকে ৪ লক্ষ ৭২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
৩। দোশানঃ দোশান হচ্ছে দক্ষিণ কোরিয়ান একটি ব্র্যান্ড যারা বেশ উন্নত মানের ভেক্যু তৈরি করে থাকে। হেভি মেশিনারিজের জগতে দোশানের ভেকুকে অন্যতম নির্ভর যোগ্য ভেকু হিসেবে বিবেচনা করা হয়। নতুন একটা দোশান ভেকুর মূল্য ১ লক্ষ্য ডলার থেকে ৫ লক্ষ ডলার বা তার কিছুটাক কম কিংবা বেশি হয়ে থাকে।
৪। হুন্দাইঃ হুন্দাই একটি দক্ষিন কোরিয়ান কোম্পানি যারা মোটর যান থেকে শুরু করে বিভিন্ন হেভি মেশিনারিজ প্রস্তুত করে। হুন্দাই এর লাইসেন্সে ব্রাজিলে অবস্থিত ফ্যাক্টরি থেকে মূলত হুন্দাই এর ভেকু মেশিন তৈরি ও সারাবিশ্বব্যাপী সরবরাহ হয়। এর মুল্য আনুমানিক ১,৬৮০০০ ডলার থেকে ৫ লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে।
৫। হিতাচিঃ আমেরিকান ব্র্যান্ড হিতাচির তৈরি মানসম্মত ভেকু মেশিন গুলোও আমাদের দেশে বেশ ব্যাপক আকারে ব্যবহৃত হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারতে টাটা-হিতাচি যৌথ ভাবে ভেকু তৈরি করে থাকে। ভারতীয় গুলোর মূল্য ২৪ লক্ষ থেকে ৭৮ লক্ষ ভারতীয় রুপি হয়ে থাকে।
৬। পি & এইচঃ মার্কিন এই কোম্পানির ভেকুগুলো হালকা থেকে শুরু করে অতিশয় ভারী নির্মাণ কাজে ব্যাপক ভাবে ব্যবহৃ হয়। দক্ষতা, নির্ভরতা, কর্মক্ষমতার জন্যে এটা অতিশয় প্রিয় ও বহুল ব্যবহৃত। বিভিন্ন খনি কিংবা অতি বিশাল আকারের খনন কাজে এই জাতীয় এক্সক্যাভেটর বেশি দৃষ্টিগোচর হবে। এই কোম্পানির ভেকুগুলো বেশ দামী। এদের বেশির ভাগ ভেকুই বৃহৎ ও উচ্চক্ষমতা সম্পন্ন।
৭। এক্সসিএমজিঃ চাইনিজ এই ব্র্যান্ডের ভেকুগুলোও আমাদের দেশে বেশ দৃষ্টিগোচর হয়। এই কোম্পানির ভেকুগুলো মূলত ১ লক্ষ থেকে ১০ লক্ষ ডলারের মধ্যে দাম হয়ে থাকে।
৮। ভলভোঃ সুইডিশ কোম্পানি ভলভোরর ভেকু মেশিন গুলো বেশ দীর্ঘস্থায়ী ও উন্নতমানের। এর মুল্য ৬৮ হাজার ডলার থেকে ৪ লক্ষ ৭০ হাজার ডলারের মধ্যে।
এছাড়াও আরো বিভিন্ন কোম্পানি আছে যারা ভেকু তৈরি করে এবং বাংলাদেশে তাদের ভেকুগুলো ব্যবহার হয়। তবে এখানে উল্লেখ করা ভেকুগুলো সর্বাধিক ব্যবহৃত হয়। উপরে ভেকুর বেসিক প্রাইস উল্লেখ করা হল। এছাড়াও ক্রেতা হিসেবে আরো কিছু বিষয় লক্ষ রাখতে হবে ক্রয়ের সময়। কারণ এগুলোর উপর নির্ভর করেই দাম উঠানামা করে। নিচে এগুলো আলোচনা করা হল-
১। কেমন কন্ডিশনে কিনছেনঃ কেমন কন্ডিশনে কিনছেন বলতে আপনি কি একদম নতুন নাকি সেকেন্ড হ্যান্ড জিনিষ কিনছেন তা বোঝানো হচ্ছে। বাংলাদেশে বেশির ভাগ ভেকু মেশিনই সেকেন্ড হ্যান্ড অবস্থায় ক্রয় করেন ক্রেতারা। সেকেন্ড হ্যান্ড ভেকুর মুল্য একদম নতুনের থেকে অবস্থাভেদে অন্তত ৩০ শতাংশ বা এর থেকেও কম হয়। ক্রয়ের পূর্বে অবশ্যই একজন এক্সপার্ট দিয়ে যাচাই করে নিবেন অবস্থাটা। এতে মূল্য নির্ধারনের ক্ষেত্রে সুবিধা হবে। অন্যথায় অধিক মুল্যের ক্রয়ের মত বিড়ম্বনা হতে পারে।
২। কি ধরনের ভেকু দরকারঃ ভেকু মূলত চার ধরনের। এগুল হল- ম্যানুয়াল, অটো, সেমি-অটো, অটো-ম্যানুয়াল। আপনার প্র্যোজনীয়তা ও বাজেটের উপর নির্ভর করে আপনাকে এটা দেখতে হবে।
৩। কি ধরনের সংযুক্তি গ্রহণ করছেনঃ আপনি কি ধরনের বুম, বাকেট নিবেন এর উপর নির্ভর করে আপনার ভেকুর মূল্য হ্রাস বা বৃদ্ধি হবে। তাই ক্রয়ের সময় এটা লক্ষ্য রাখতে হবে।
৪। কত পয়েন্টের ভেকু নিচ্ছেনঃ আপনি কত পয়েন্টের ভেকু নিচ্ছেন এর উপর নির্ভর করে ভেকুর দাম কম-বেশি হয়ে থাকে। বাংলাদেশে মুলত ৩, ৫, ৭ পয়েন্টের ভেক্যু পাওয়া যায়। এগুলো মুলত হালকা, মধ্যম ও ভারী কাজের জন্যে ব্যবহৃত হয়।
৫।কোথা থেকে নিচ্ছেনঃ আপনি কোথা থেকে নিচ্ছেন এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি বাংলাদেশী কোন আমদানীকারকের থেকে নেন তাহলে মূল্য একরকম পরবে, আবার আপনি নিজে আমদানী করলে মূল্য আরেক রকম পরবে। আবার আপনি কোন দেশ থেকে আমদানি করছেন এর উপর নির্ভর করেও মুল্য কম বা বেশি হবে।
৬। ভেকু পরিবহণঃ ভেকু ক্রয়ের আশাপাশি এর পরিবহণ খুব গুরুত্বপূর্ণ। এটা পরিবহনে বিশেষ ধরনের লরি বা ট্রাক ব্যবহার হয়। ভেকু ক্রয়ের পাশাপাশি পরিবহনের ক্ষেত্রেও লক্ষ্য রাখা জরুরী। এটা মুলত আপনার খরচ নির্ধারণে সহায়তা করবে।
৭। কোন পরিবেশে ব্যবহার হবেঃ আপনার ক্রয় করা ভেকু কি ধরনের পরিবেশে ব্যবহার হবে তার উপর নির্ভর করে আপনাকে ট্র্যাক বা চাকা যুক্ত ভেক্যু নিতে হবে। এর উপরেও আপনার দাম নির্ভর করবে।